রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে যৌবনের আশ্বাস
রক্তে রক্তে প্রবাহমান অদম্য শক্তি জোয়ার
যে জোয়ারের আহ্বানে ডাক দিয়ে
নৈতিকতার বর্মে নিজেকে সজ্জিত করে
আমি এগিয়ে চলেছি শুভ শক্তির আহ্বানে।
ধিরে ধিরে কেটে গেছে ধুয়াশার কালো মেঘ
নিমিষেই দূরীভূত হয়েছে বিভ্রান্তির বেড়াজাল
রাঙা প্রভাতের আশ্বাসে প্রত্যয়ী হয়েছে অদম্য আত্মা।
তবুও দুচোখে জীবন গড়ার স্বপ্ন নিয়ে
বিপত্তির হিমালয়সম বাঁধা পেরিয়ে
আমি এগিয়ে চলেছি
পরম প্রশান্তির ভুবনে
স্নিগ্ধতার স্বর্গীয় সুবাসে
সবুজের চির নির্যাসে।