সীমার ভিতর অসীম
অনুরাগের ছোঁয়া দিয়ে
হৃদয়ের গহিনে ভালোবাসা লালন
করেছ তুমি শুধুই আমার জন্য।
কালের পরিবর্তনে একটুও
বিবর্তিত হয়নি এর রূপ রস গন্ধের
শাশ্বত অনুভূতি।
তবে সময় বদলেছে
বদলেছে ভালোবাসার প্রকাশভঙ্গি,
নতুন অভ্যাসের চাওয়া-পাওয়ায়
ঢাকা পড়ে পুরাতন জীবনের অনেক স্মৃতি।
তবুও বদলায়নি তোমার সেই চিরায়ত রূপ,
আবেগের নদীতে বদলায়নি ঢেউ,
বদলায়নি সিড়বগ্ধ সকালে
তোমার হাসিভরা মায়াময় মুখ,
কী না চাহনি ছিল তোমার!
মনে হত তুমি মানবী নও,
নও তুমি সাধারণ কেউ,
শুধুই মনে হত কোনো স্বর্গীয়
অপ্সরার বেশে তুমি
হাজির হয়েছ আমার দ্বারে
চিরজনমের তরে।
আমিও করিনি ভুল,
উজাড় করে দিয়েছি তোমাকে
পেয়েছি যা শতজনমের পুরস্কার।
আজও আনন্দে আবেগে
ভেসে চলেছি জীবনের অবেলায়,
মনে হয় অম্লান, অক্ষয় তুমি,
অজেয় তোমার ভালোবাসা,
তাইতো ধন্য হয়েছি আমি
ধন্য আমার জীবন,
আমি আসলেই ভাগ্যবান,
চিরকাল ভাগ্যবান।