তুমি ছিলে বলে আজি বসন্ত
দুয়ারে পড়ছে লুটি।
তোমার হাসির বাহারি ঢঙে
হই আমি হেসে কুটি।
তোমার পরনে হলুদ শাড়ি
প্রকৃতিতে আজ শোভা।
তোমার সাজে নববধূর রূপ
হয়েছ তুমি আমার মনের প্রভা।
বাসন্তী রঙে মাতোয়ারা সবই
মনে ফাগুনের আগুন।
তোমার রূপের অনলে জ্বলি
দিশেহারা আমি নির্ঘুম।
শিমুল পলাশের ডালি সাজিয়ে
হাতে ধরেছি ক্যামেলিয়া।
নিবেদন করি শুভেচ্ছা বসন্তের
তুমি আমার নিরুপমা।
আকাশে বাতাসে আনন্দের জোয়ার
কপোত-কপোতীদের মনে রঙ।
প্রকৃতি সেজেছে মিলনের সুরে
পেয়েছে প্রকাশ মনের যত ঢঙ।
আজকের আবেগ রুধিতে নারি
মনে বাড়ে কত জ্বালা।
মেখেছি মনে বাসন্তী রঙ
করব তোমার সাথে প্রেম-প্রেম খেলা।
বছর ঘুরে সময়ের সুরে
দ্বারে এসে হও তুমি হাজির।
ভেবে করি ভুল-
তুমি না বসন্ত এ জগতে কে বে-নজির।