বহুদিন পর
নিকষ কালো অন্ধকারের ছায়া
নেমে এসেছিল আমার জীবনে।
স্থবির হয়ে গিয়েছিল সবকিছুই,
শরীরের চেতনা থাকলেও
মনের চেতনা বুঝি
অবশ হয়ে গিয়েছিল,
অস্তিত্বের ভিতর থেকেও
অনস্তিত্বের ভূত ভর করেছিল আমাকে।
কিন্তু ছাড়িনি আমি হাল,
ছাড়িনি বিশ্বাস
মনের মুকুরে লুকিয়ে থাকা
সেই চিরন্তন ঈশ্বরের প্রতি
বিশ্বাস থেকে আমি ফিরে দাঁড়াই।
ঘুরে দাঁড়ায়
অন্তরের অন্তঃস্তলের
সবটুকু শক্তি নিয়ে বাঁচিবার তরে।
ধীরে ধীরে আমার শিরা-উপশিরায়
বইতে থাকে রক্তের উষ্ণ প্রবাহ
বিশ্বাসের নদীতে আসে ঢেউ
প্রেরণার নদীতে বইতে থাকে ঝড়,
শ্বাসপ্রশ্বাসে আসে গতি
আবারো গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়াই
হঠাৎ মনে হয়
আমিই পারব
আমাকে পারতেই হবে
কিছুক্ষণ পর সরে যায়
মনের সেই অভিশপ্ত কালো পর্দা।
একগুচ্ছ উজ্জ্বল আলোর ঝলকানিতে
মনের মাঝারে বয়ে যায় আনন্দের হিল্লোল।
হৃদয়ে অনুভব করি আলোর বন্যা,
দেখি চারিদিকেই শুধুই আলো
চোখ মুদলেও দেখি সেই আলো,
এখন আমি বাস করতে থাকি আলোর ভুবনে।