আমি বাংলাকে ভালোবাসি
আকাশ বাতাস ধ্বনিত করে
উল্লাসে বাজায় মনে বাঁশি।
হৃদয়ের নাচ রুধিতে নারি
আনন্দ আবেগে শুধু ভাসি।
আমি বাংলাকে ভালোবাসি ॥
বাংলার বায়ু বাংলার জল
আহ্ কী মধুর মন চঞ্চল!
কোকিলের কলতানে বসন্ত
আজি দুয়ারে পড়ছে লুটি।
আমি বাংলাকে ভালোবাসি।
বাংলার ক্ষেত শস্য-শ্যামল
ভ্রমরের কুঞ্জনে আম্র-কানন
গোলাপের সুবাসে মাতোয়ারা
আমি উত্তাল আনন্দে ভাসি।
আমি বাংলাকে ভালোবাসি ॥
বাংলার ফুল বাংলার ফল
মাতাল মন শোভিত বন
আকুল পরানে চেয়ে থেকে
আমি দেশবন্দনায় মাতি।
আমি বাংলাকে ভালোবাসি ॥