আমি হেঁটেছি বহু পথ, গেয়েছি জীবনের গান,
কত স্মৃতি, কত উত্থান-পতন করেনি আমাকে ম্লান।
শিখেছি রাত-দিন, কখনও করেছি পার তিমির রাত্রি,
হয়েছি আমি সাত-সাগর, তেরো-নদী পারের দুঃসাহসিক যাত্রী।
কর্মযজ্ঞে ছিলাম নিবেদিত এক দেশ মন প্রাণ,
কর্মের ভয়ে ছাড়িনি ধর্ম পরিচয় আমার ইনসান।
কালের বিবর্তনে আমি হয়েছি আরও বেগবান,
বিধাতার বরে আশীর্বাদপুষ্ট আমি এক নওজওয়ান।
আমি বিষের পেয়ালা করেছি পান
সয়েছি ব্যথা চলার পথে অনবরত-অবিরাম।
হারায়নি কভু মনোবল,ধরেছি ধৈর্য রয়েছি অবিচল,
বনস্পতির মতো রয়েছি টিকে বিধাতা রেখেছে সচল।
জীবনযুদ্ধে আসবে কত বাধা, বিপত্তি ও কটূক্তি
শ্রদ্ধাভরে করেছি গ্রহণ বাড়িয়েছি নিজের ভক্তি।
উচ্চ-নীচ নেই বিভেদ, সম্মান সকলকে করি
ভুল-বোঝাবুঝির করো অবসান সকলে আত্মা হরি।
আমি করেছি হরণ কত মানুষের মন,
মানুষের পাশে থেকে কাটিয়েছি সারা জীবন।
শ্রদ্ধায় ভক্তিতে নত করেছি আমার শির,
যারা আমার পরম পূজনীয় এ জগতে বেনজির।