আমি গোপন ছিলাম
গোপন ছিলাম বহুকাল
পারিনি নিজেকে প্রকাশ করতে
পারিনি নিজেকে তুলে ধরতে
সাহসও করিনি এমন দুঃসাধ্য কাজে হাত দিতে
কিন্তু হাত দিয়েই ফেললাম
যখন তুমি আমার পাশে এসে দাঁড়ালে
আমাকে অভয় দিলে
আমাকে দিলে তুমি উৎসাহ উদ্দীপনা
আমার পাশে থেকে তুমি সইলে কতই যাতনা।
তোমার যাতনায় কাতর হয়ে
আমার অন্তরে বয়ে গেল মহাপাবন
মুহূর্তেই আমার শিরা উপশিরায় বইতে থাকে
উষ্ণ রক্তের ফোয়ারা
আমার শ্বাসপ্রশ্বাসে বয়ে যায় আগুন
ঝড় ওঠে আমার হৃদয়ে
ভেঙে যায় সকল বন্ধন
খুলে যায় অন্তরের সকল গোপনীয় দরজা
সেই দরজা দিয়ে একের পর এক
প্রকাশিত হতে থাকে আমার কথামালা
বর্ণ, শব্দ ও বাক্যের অবিরাম ফুলঝুরি
নির্মল ঝরনা আকারে
বইতে থাকে আমার হৃদয়ের গহিনে
সেখান থেকে মাঝে মাঝে ঢেউ ও স্রোতের আকারে
মনের উচ্ছ্বাস ও আবেগের বহিঃপ্রকাশ
হতে থাকে আমার লেখনীতে কবিতা আকারে।
আমি কখনোই নিজেকে প্রকাশ করতে পারতাম না
যদি তুমি আমার পাশে না থাকতে,
যদি তুমি না থাকতে
আমি চিরকাল গোপন থাকতাম
শুধুই গোপন থাকতাম।