কে বলে আমি নই ভাগ্যবান?
আমি তিল তিল করে গড়েছি প্রেমকানন,
সেখানেই প্রস্ফুটিত হয়েছে
আমার ভালোবাসার লালপদ্ম
হৃদয়ে শুধুই বইছে বসন্তের আগমনি গান।
আমি পেরেছি,
আমি পেরেছি তোমার হৃদয়কে ছুঁতে
হইনি আমি কখনও পেরেশান।
কে আছ আশেপাশে,
তোমরা জেনে রেখো,
আমি অন্তরের অন্তস্তলের
সবটুকু উজাড় করে
সঁপেছি আমার এ কায়মন।
বিনিময়ে আমি যা পেয়েছি
আসলেই আমি এক ভাগ্যবান।
মরুর বুকে তৃষ্ণা জাগলে
পথিক খোঁজে জল বাঁচাতে নিজের প্রাণ।
আমিও এমনি ক্লান্ত, রিক্ত হয়ে
তোমার মায়াময় মুখখানি দেখলে
জুড়ায় আমারও মন-প্রাণ।
তুমি দিয়েছ নরম হাতের কোমল ছোঁয়া
শিয়রে বসে আনমনে,
কাটিয়েছ সারারাত।
কিন্তু কখনও আমার প্রতি ছোড়োনি
অভিযোগ, অনুযোগের বিদ্রুপ বাণ।
নইকি আমি ভাগ্যবান?
সামলিয়েছ সংসার একাই
কত ঝড়-ঝঞ্ঝা হয়েছে বেগবান।
না করে পরোয়া
বৈতরণী হাতে নিজেই
করেছ পার সকলকে নিশ্চিন্ত উপকূলে।
এ এক উপাখ্যান।
আল্লাহ বড়ই মেহেরবান!
আমি আসলেই ভাগ্যবান।