আমি অফিসার
কাজ করে যাই
দেশ ও দশের তরে।
জীবনের ভয়
পরোয়া করি না
আসুক বিপদ আগে পরে।
সকাল-সন্ধ্যা
পার হয়ে যায়
টের পাই না কাজের চাপে।
ছুটির দিনেও
কাজ করে যাই
যখন আসে নির্দেশ ধাপে ধাপে।
পরিবার ফেলে
যাই ছুটে চলে
সময় অসময়ে কত কাজে।
দেশের সেবায়
ত্যাজি সকল স্বার্থ
নিঃশেষ করি নিজেকে
এমনকি জীবনের সাজে।
আমি অফিসার
কাজ করে যাই
কাজই আমাদের জীবন।
জীবনের ঝুঁকি
থাকলেও কাজে
ডিউটি শেষ করতে চেষ্টা প্রাণপণ।
দুহাত তুলি
বিধাতারে ডাকি
দাও আমায় শক্তি-সাহস হরদম।
পারি করতে সেবা
দেশের মানুষকে
উজাড় করে সবসময় দিল ও মন।