আমি মানুষ হতে চেয়েছিলাম
চেয়েছিলাম এই বিশাল পৃথিবীর
বুকে মাথা তুলে দাঁড়াতে,
গর্বের সাথে বলতে
মানুষ হওয়ার চেয়ে
শ্রেষ্ঠ কাজ আর নেই।
আমি শিক্ষিত জ্ঞানপাপী
হতে চাই না।
জ্ঞানের পাহাড়ে বসে বিদ্যার ফুলঝুরি
দেখাতে চাই না।
চাই না নিজের বিবেককে
বন্ধক দিতে এই
নির্বাক, বিবেকহীন সমাজের কাছে,
যেখানে নির্যাতিত, শোষিত, নিপীড়িত
মানুষের স্থান হয় জঞ্জাল আস্তাকুঁড়ের মাঝে।
কিন্তু না-
আমার চোখে কিছুই এড়ায় না।
চোখের দু-ফোটা পানি
আবার মনে করিয়ে দেয়
আমি কি মানুষ হতে পেরেছি?
পেরেছি বিপদে মানুষের পাশে থাকতে,
বিবেকবান হিসেবে মানুষের প্রতি
সাহায্যের হাত বাড়াতে।
পেরেছি ক্ষুদ্র কায়েমি স্বার্থ
বিসর্জন দিয়ে বিবেকের
দ্বার উন্মুক্ত করে মানুষের জন্য কিছু করতে।
না, কিছুই পারিনি আমি-
পেরেছি শুধুই স্বার্থপরের ন্যায় নিজেকে
গড্ডলিকা প্রবাহে ভাসিয়ে
আত্মতুষ্টির দর্শনে নিজেকে বিলীন করতে।
হায়!