আমি পারিনি তোমাকে ভুলতে
পারিনি তোমাকে হৃদয় থেকে
মুছে ফেলতে,
পারিনি কিছুই পারিনি
পারিনি ভুলে যেতে
সেই মায়াবী মুখখানি
যাকে দেখেছিলাম বহু বছর আগে
কোনো এক পড়ন্ত বিকেলে।
নদীর পাড়ে দাড়িয়ে
বোধহয় সূর্যাস্তের অপূর্ব নয়নাভিরাম
দৃশ্য উপভোগ করছিলে তুমি,
হালকা বাতাসে এলোমেলো
উড়ছিল তোমার মাথার ঘনকালো চুল।
বিধাতা সাক্ষী,
কী অপূর্ব দেখাচ্ছিল তোমাকে সেদিন!
তোমার সেই চোখধাঁধানো রূপ!
আমি তোমাকে ভুলবার
চেষ্টা কি কম করেছি!
কিন্তু হেরে গেছি বারে বারে
হেরে গেছি,
তোমার সেই আয়ত চোখের কাছে।
কী না মধুর সময় ছিল
যখন সারাক্ষণ তাকিয়ে থাকতাম
তোমার সেই চোখের দিকে,
এত মায়া, এত নেশা
তোমার সেই দুচোখের মাঝে
আমি অপার বিস্ময়ে
তাকিয়ে থাকতাম আর ভাবতাম
বিধাতা তোমাকে এত নিখুঁত,
এত নিপুণভাবে গড়েছেন
যার কোনো তুলনা নেই।
তুমি আসলেই বেমিশাল, বেনজির।
সেই আমি,
অভাগা আমি,
কান্ড-জ্ঞানহীন আমি,
কীভাবে ভুলি বলো তোমাকে,
আমি কখনোই তোমাকে ভুলব না
কারণ তোমাকে ভোলা যায় না,
কোনোদিন ভোলা যায় না।