নফসানি খাশিয়াতের সাগরে পুনঃপুন অবগাহন করে
হতাশা, গ্লানি ও আত্মিক যন্ত্রণার দুঃসহ স্মৃতি রোমন্থন করে
আমি এগিয়ে চলেছি উদ্ভ্রান্ত আলেয়ার অন্তহীন দিগন্তে।
তবুও বেদনার নীল দরিয়ায় ফুরফুরে আমেজের বাতাস আসে
অশান্ত মনের প্রতিটি মনে কেবল বাঁচার প্রবল আকুতি জাগে
প্রণয় ও পরিণয়ের অনবদ্য ছন্দে জীবন খেলা করে কালের চৌহদ্দিতে।