আসমান ও জমিনের স্নিগ্ধতার সবটুকু পরশ হৃদয়ে মেখে  
আত্মশুদ্ধি ও মানবসেবার চির অম্লান সংগীত অন্তরে গেঁথে  
আমি নিজেকে হারিয়ে চলেছি অতিন্দ্রিয় জগতের দ্বারপ্রান্তে।  
নিঃশেষ হয়ে গেছে আত্মিক শক্তির অবিরাম ফোয়ারা  
অভিযোগ ও অনুযোগে জীবন হয়েছে অতিষ্ঠ  
বিরামহীন কর্মের পরিসমাপ্তি ঘটেছে পবিত্রতার অনন্য ছোঁয়ায়।
তবুও পুনঃপুন না পাওয়ার গল্পে জীবন মজে  
সুখপাখির ডানা ঝাঁপটার শব্দে আবেগি মন কাঁদে  
প্রণয় ও পরিণয়ের অনবদ্য ঘূর্ণিপাকে বিবর্তিত হয় জীবনের চাকা।