জ্ঞানের মাঝে অজ্ঞান আমি
সাকারের মাঝে নিরাকার আমি
প্রেম ভালোবাসার অনন্ত সমুদ্র আকন্ঠ পান করে
কোটি কোটি রূপে জগতের অনন্ত প্রকাশ আমি।
আমিই বিলিয়ে বেড়ায় স্নেহ মায়া মমতার ভান্ডার
যুগে যুগে সৃষ্টি, স্থিতি ও লয়ের আধার
মানুষে মানুষে জুড়ে দিই ঐশী প্রেমের দ্বার
আমিই আদি হতে অনন্ত
স্থান, কাল ও পাত্রের আধার।