নিয়তির বিনি সুতোর মালায় নিজেকে সাজিয়ে
অনাবিল প্রশান্তির চাদরে সযত্নে নিজেকে মুড়িয়ে
আমি ছুটে চলেছি এক অনিবার্য মহাসত্যের দ্বারপ্রান্তে
যেখানে ক্ষুৎপিপাসার জগৎ মিছে মনে হয় অবলীলায়
কামনা-বাসনা নিষ্প্রভ হয়ে যায় সময়ের চোরাবালিতে
বিবেকের দ্বারে কড়া নাড়ে আয়েশি পাপিষ্ঠ মন
অসার মনে হয় অর্জন ও অস্তিত্বের দুনিয়া কাঁপানো গল্প
তবুও আমরাই দিনশেষে এই জগৎ নিয়ে পাগলপারা
আমরাই চাই অর্থবিত্ত ও সম্পদ রাশি রাশি ভারা ভারা
যেখানে ত্যাগ ও তিতিক্ষার পথে অন্তরায় হয় জ্ঞানপাপী মন
শুভবুদ্ধি ও চিন্তা ঢাকা পড়ে যায় স্থূল বৈষয়িকতায় ভিড়ে
জীবন তার স্রোত হারিয়ে
অন্ধগলির চৌরঙ্গী পেরিয়ে
খুঁজে বেড়ায় সত্য ও সুন্দরের পথে বেঁচে থাকার অনন্ত দিশা।