বিমূর্ত ঐশ্বর্যময় ভালোবাসার রাজসিক খেয়ালে পাল তুলে
সত্য ও সুন্দরের পথে অনির্বচনীয় আকাংক্ষার জাল বুনে
আমি হেঁটে চলেছি মধুময় বসন্তের অনিন্দ্য ভুবনে।
ভেসে গেছে জাত, মান ও কুল
ছিঁড়ে গেছে আমিত্ব ও অহংকারের পৈতে
উজাড় হয়ে গেছে মান-অভিমানের আলেয়া।
তবুও মাঝে মাঝে আপন জীবনে রঙ্গ নামে
পার্থিব আসক্তির তীব্র গন্ধে চারিদিকে সন্ধে জাগে
আমি হারিয়ে যাই অযাচিত ভাবনার বিশৃঙ্খল জীবনে
কামনা ও বাসনার শিকলে বন্দি আমি অনিন্দ্য ভুবনে।