আমি অনুতপ্ত রাত্রির গভীরতায় নিঃশেষ করেছি হাজারো কষ্টের কথামালা
জগত সংসারে তন্ন তন্ন করে খুঁজেছি সুখের পরশ পাথর
বিরহের যন্ত্রণায় কাতর হয়ে সান্তনা খুঁজেছি নান্দনিক সভ্যতার আটপৌরে ভাঁজে
সৌন্দর্যের পুজারী হয়েছি আত্মবেদনা বলিদানের অপেক্ষায়
তবুও পাইনি প্রশান্তির একচিলতে বারান্দা
যেখানে বসে একটু স্বস্তিতে নিতে পারি বেঁচে থাকার পরম শ্বাস প্রশ্বাস
আত্মিক আনন্দের ঢেউয়ে ভাসাতে পারি তরণী
যা আমাকে পৌঁছে দেবে নিশ্চিত জীবনের উপকূলে
যেখানে আত্মত্যাগের মহিমায় ভাস্কর হবে পারলৌকিক জীবন
পার্থিব সম্পদ ও মোহের বিনাশে প্রাপ্তি হবে শ্রেষ্ঠ দিব্য জ্ঞান
যে জ্ঞানের সন্ধানে মুসা (আ) তাঁর সাথীকে নিয়ে পৌঁছে গিয়েছিলেন দু’সাগরের সঙ্গমস্থলে
এই সেই জ্যোতির্ময় জ্ঞান যার সন্ধানে মোহাম্মাদ (স) হেরা পাহাড়ের গুহায়
ধ্যান করেছেন পনেরটি বছর , লাভ করেছেন নবুয়তের শ্রেষ্ঠ মাকাম
যার আলোকবর্তিকায় মাশরেক থেকে মাগরেব প্রজ্জলিত হয়েছে হেদায়তের প্রদীপ
যে প্রদীপের আলোয় আমি একটু একটু করে হেঁটে চলেছি মুক্তির পানে
হেঁটে চলেছি সময়ের টানে
যে সময়ের স্রোত কারো জন্য অপেক্ষা করেনা
যে সময়ের প্রবাহ কখনও থেমে থাকে না
নিরন্তর বয়ে চলে অদৃষ্টের বাঁধনে
আমি সেই বাঁধনে বাঁধা পরে সৌভাগ্যের পরশমণির খোঁজে
এগিয়ে চলেছি নিজেকে পুরোপুরি সঁপে দিতে পারি মহান আল্লাহ্র কাছে