বিনিদ্র রজনীর কালো যবনিকায় প্রহর গোনে দুচোখের অশ্রু
সীমানার ব্যাপ্তি পেরিয়ে সান্ত্বনার বানী হারিয়ে যায় সত্যের খোঁজে
দুর্মূল্যের এই বাজারে মিথ্যার বেসাতি চারিদিকে ব্যাঙের ছাতার মত
মরাগাঙে ঢেউ তুলে মরীচিকার বেশ ধরে মানবসেবার ভণ্ডামি
সবকিছুই ছড়িয়ে আছে সভ্যতার ভাঁজে ভাঁজে
মানবপ্রেমের জিকির চলে  সকাল দুপুর সাঁজে
তবুও ব্যাথাহত জীবনের সকল দুঃখ ক্লেশ ভুলে
প্রশান্তি ও ভালোবাসার নিত্য নতুন চেরাগ জ্বেলে
মানুষ হেটে চলেছে  চিরন্তন পথিকের বেশে
অনুভূতির রঙধনু হৃদয়ে মেখে
এগিয়ে চলেছে প্রাপ্তি ও ক্ষমার অন্তহীন দেশে