স্নিগ্ধ সমীরে উৎসবের সৌরভে আকাশ-বাতাস মৌ মৌ করছে,
মনে লেগেছে রজনীগন্ধার সুঘ্রাণ
অকুল পরাণে চাইছে তোমারই ছোঁয়া,
বন্ধ মনের দুয়ার খুলে জাঁকিয়ে বসেছে এলোমেলো ভাবনা।
পাশে থেকেও নেই তুমি,
কাছে থেকেও আমার হৃদয় আঙিনা যেন বধ্যভূমি
যাতনার আশীবিষের ভয়ংকর দংশনে
উন্মাদ আমি,
উদ্ভ্রান্ত আমি,
খুঁজে চলেছি তোমাকে নীলিমার ওপারে
অন্তহীন দিগন্তে
যেখানে স্থান ও কালের ঝামেলা এড়িয়ে,
আসমান ও জমিনের অসীম দূরত্ব পেরিয়ে
তুমি-আমি মিলিত হবো অমরত্বের স্বর্গীয় স্পর্শে।