আত্মত্যাগের মহিমায় আমিত্বের ক্রমশ মরণ দেখে
হারামাইনের ঐশী সুগন্ধ হৃদয় ও ক্রমশ পরতে পরতে মেখে
আমি ছুটে চলেছি সত্য ও সুন্দরের অনিন্দ্যসুন্দর ভুবনে।
নিঃশেষ হয়ে গেছে মান-অভিমানের চিরায়ত খেলা
বিরক্তি ও আক্ষেপের সুর স্তিমিত হয়েছে শ্রদ্ধা ও সম্মানের লাল গালিচায়
ভালোবাসা ও ভক্তির নৃত্য নতুন ভাঁজে সেজেছে জীবনের প্রতিটি দিন।
তবুও অজানা অতৃপ্তির গুমট আচ্ছাদন
আমাকে তাড়িয়ে নিয়ে বেড়ায় দিনের মাশরেক থেকে মাগরেব
আসমান ও জমিনের মাঝে শুধুই প্রতিভাত হয় নিজের অপূর্ণতা
উদাসী মনের প্রতিটি কোণে অনুরণিত হয় ইশকে এলাহির ডাক
অশান্ত মন কেবল সমাহিত হতে চায় তৌহিদের অনন্ত সাগরে।