ত্যাগের মহিমায় ভাস্বর আমার অন্তরাত্মা
আমি নীরবে নিভৃতে করি শুধুই মানুষের সেবা
খবর পেলেই ছুটে যাই মানুষের পাশে
আমি বুঝি বিপদ সকলের জীবনেই আসে।
আমি বুঝি না জাতি ধর্ম বর্ণের বেড়াজাল
বুঝি না ধর্মান্ধ মানুষের সীমাবদ্ধ জ্ঞান
অন্ধবিশ্বাস আর যত মানবতাহীন নিষ্ঠুর আচরণ
আমি শুধুই বুঝি সুমহান মানবতার জ্ঞান
বুঝি মানবসেবাই পরম ধর্ম
মান সেবাই শ্রেষ্ঠধর্ম।