আজন্মলালিত স্বপ্নের ভুবনে বসন্তের কোকিল সেজে
অন্ধগলির চৌরঙ্গীতে বসে দানবীয় সভ্যতার নারকীয় উল্লাস দেখে
আমি কত শত বার মুখ লুকিয়েছি জীবনের পড়ন্ত বিকেলে।
তবুও ক্লান্তির প্রহরে প্রতিবাদের বাণী মুখর হয়েছে
প্রতিরোধের অনন্ত জোয়ারে ভিড়েছে অকুণ্ঠচিত্তের আত্মারা
পরিবর্তনের দিগন্তজোঁড়া ছোঁয়া লেগেছে সমাজের অলি-গলিতে।
আবারো ভাবাবেগের বন্যায় মানুষ বিভোর হয়েছে
রজনীগন্ধার ঘ্রাণে যৌবনের ঘাটে জীবন মোড় নিয়েছে
মানবতা, একাকীত্ব, নিদারুন হাহাকার সবকিছুই মিলে মিশে
একাকার হয়ে গেছে পৌড়ত্বের প্রান্তে।