সবুজ শামলিমায় ঘেরা বাংলার প্রকৃতি,
অপরূপ রূপের মাঝে তারুণ্যের স্বীকৃতি।
ধন-ধান্যে-পুষ্পে ভরা আমাদেরই দেশ,
বসুন্ধরার মাঝে যার রূপের নাইকো শেষ।
গোলাভরা ধান আছে পুকুরভরা মাছ,
আম জাম লিচু কাঁঠালে পরিপূর্ণ বারোমাস।
দোয়েল-কোকিল কণ্ঠে শুনি কত গান,
মেঠোপথের ধারে বাউলের উদাত্ত আহ্বান।
সাঁইজি-গুরুদেবের সাহিত্যে পরিচিত বেশ,
নজরুল-জীবনানন্দের লেখনীতে বিধৃত স্বদেশ।
পদ্মা-মেঘনা-যমুনায় বিধৌত তুমি,
সোনার বাংলাদেশ মোদের জননী-জন্মভুমি।
সুন্দরবনে আছে মোদের বাঘের হুংকার,
নীলগিরিতে পাহাড়-মেঘ মিশে একাকার।
উত্তরে পাহাড়ি কন্যা পঞ্চগড় নাম,
দক্ষিণে কক্সবাজার যার বিশ্বজোড়া সুনাম।
রাষ্ট্রভাষা বাংলা হলো সহজ কথা নয়,
দামাল ছেলেরা যা দেখাল করে সুনিশ্চয়।
লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দেশ
ইতিহাসের মহানায়ক শেখ মুজিবের বাংলাদেশ