চরকাল আমিত্বের ঐশী সাগরে আপন খেয়ালে ডুব দিয়ে
নফসানি খাশিয়াতের যত বিত্ত বৈভব অন্তরে বয়ে
আমি ছুটে চলেছি দিকবিদিকশূন্য বাঁধনহারা পৃথিবীর অন্তহীন দিগন্তে।
নিমেষেই ধুয়ে মুছে গেছে কষ্ট দুঃখের হাজারো রজনী
জীবন ও যৌবনের মণিকাঞ্চনে সঙ্গী হয়েছে একাকিত্বের নিদারুণ যন্ত্রণা
পৌরুষত্বের বাস্তুহারা ভিটায় ঘুঘু চড়ছে পরম সানন্দে।
তবু আপন খেয়ালে মনের মাঝে নব্য প্রেমের ফুল ফোটে;
লাল-নীল কৃষ্ণচূড়ার ছায়ায় জীবনে নতুনত্বের আগমন ঘটে  
পরাহত মন শুধুই হারিয়ে যায় লাগামহীন আলেয়ার অন্তহীন দিগন্তে।