আমি স্বপ্নে বিশ্বাসী একজন মানুষ,
স্বপ্নের মাঝেই বিচরণ আমার-
অনেক বছর ক্লান্ত হৃদয়ে হেঁটে চলেছি জীবনের বেলাভূমিতে-
পাইনি অনেক কিছুই, কিন্তু কোনো কষ্ট নেই, দুঃখ নেই,
নেই কোনো খেদ, নেই মনের গহিনে লুকিয়ে থাকা কোনো আক্ষেপ।
ডুকরে ডুকরে আমার মন কখনো কেঁদে ওঠেনি একবারও ।
পথহারা পথিকের ন্যায় বিভ্রান্ত হয়নি জীবনের অবেলায়।
অপ্রাপ্তির বেদনা আমাকে কোনোভাবেই নাড়া দেয়নি,
ঋদ্ধ, রিক্ত হয়ে বিষণ্ন হয়নি আমার মন সময়ের পালাবদলে,
কালের প্রতীক্ষায় কেটে গেছে জীবনের অনেকটা মূল্যবান সময়।
কিন্তু কখনোই ধৈর্যচ্যুতি ঘটেনি।
হাহাকার বঞ্চনা আমাকে পরাস্ত করতে পারেনি,
শূরবীরের ন্যায় আমি যুদ্ধ করে টিকে আছি।
এ যুদ্ধ একান্তই নিজের, যার নেই কোনো প্রকাশ,
যাযাবরের মতোই একপ্রকার বেঁচে আছি।
দূষণহীন নদীর মতন আমার চলার পথ।
আমি শুধুই বেঁচে আছি-আমি আমার মতো বেঁচে আছি।