জীবনের মধ্যগগনে মানসিক অস্থিরতার লোমহর্ষক হাতছানি
ঘাত প্রতিঘাতে জর্জরিত মনের পৌনঃপুনিক ব্যাকুলতা
সবকিছুই ঘিরে আছে জীবনের প্রতিটি পদে ক্ষণে ক্ষণে
ব্যাপ্ত হয়ে আছে মনের প্রতিটি কোনায় নীরবে নিভৃতে আনমনে ।
তবুও ধৈর্য্য ও সবরের গগনভেদি পাহাড় পেরিয়ে
মনের অদম্য ইচ্ছা ও সাহসিকতার চোখ রাঙিয়ে
আমি ছুটে চলেছি মহাপ্রতাপশালী বীরের বেশে
বাঁধনহারা পথিকের ন্যায় দেশে দেশে ।
যদিও থেমে থাকে নি উদায়চল ও অস্তাচলের গল্প
সৌন্দর্য হারায় নি কৃষ্ণচূড়ার লাল রঙ
অন্তমিত হয় নি আশা , ভরশা ও ভালোবাসার রক্তিম সূর্য
বেঁচে আছি শুধুই আমি যুগে যুগে কালে কালে সভ্যতার মায়াজালে ।