ঐশ্বরিক ভালোবাসার বিজয়মাল্য সতত গলায় পরে
দু:খ কষ্ট যন্ত্রনার অনন্ত সমুদ্র নিমিষেই সাঁতাড় দিয়ে
আমি এগিয়ে চলেছি ধূসর পৃথিবীর অন্তহীন দিগন্তে।
ধিরে ধিরে সময়ের প্রয়োজনে চেতনার রূপ বদলেছে
কল্পনা একদিন অধরা স্বপ্নের আঁকাশ ছুঁয়েছে
আবেগী মন হারিয়ে গেছে রঙিন বসন্তের প্রতিটি ক্ষণে ।
আবারো জীবনের মূলস্রোতে প্রাণ ফিরেছে
কৃষ্ণচূড়ার লাল গালিচায় জীবন হেসেছে
সংগ্রামী মন ধিরে ধিরে হারিয়ে গেছে
বেদনার অন্তহীন দিগন্তে।