মরুভূমির মরীচিকার ন্যায়
তুমি দেখা দিয়েছিলে আমার জীবনে।
জেগে উঠেছিল হৃদয়ে প্রেম
আলোর ফোয়ারা ছড়িয়েছিলে তুমি আমার ভুবনে।
চাতক পাখির ন্যায় আমি
তোমার পিছু নিতাম দিবারাত।
দেহ-মনে আমার খেলত অজানা শিহরন
ভাবতাম আসবে বুঝি সৌভাগ্যের নতুন প্রভাত।
নীলপরি হয়ে এসেছিলে তুমি
ছড়িয়েছিলে আমার মনে আকাংক্ষার বীজ।
তুমি কি সত্যই জাদু করেছিলে
না আমায় করেছিলে ভালোবাসার তাবিজ।
ঘুরেছি আমি অনেক
তোমার পিছু পিছু হেঁটেছি বেশ।
বুঝেছি এতটুকু কপালে না থাকলে
ভালোবাসা ছাড়া জোটে যত ক্লেশ।
দিনে দিনে বেড়েছে অন্তরের জ্বলন
হয়েছি আমি শুধুই ব্যর্থ।
ভালোবাসা সে তো মরীচিকা শুধু
চারিদিকেই দেখি রঙিন স্বার্থ।
অনেক ঘুরেছি অনেক সয়েছি
আজ আমি খুব ক্লান্ত।
পাইনি কিছুই বেলাশেষে
হয়েছি শুধুই আমি পরিশ্রান্ত।
ব্যর্থ আমি
ব্যর্থ আমার প্রেম
নেই আমার আজ কোনো হাহাকার।
চারিদিকেই দেখি শুধু
প্রেমের জোয়ার,
প্রেম বিনে
এ জগৎ কেবলই বেকার।