ঐশ্বরিক ভাবনার বিচিত্র ভুবনে প্রতিনিয়ত বসবাস করে
অপাঙত্তেয় জীবনের অপরিণামদর্শী চিন্তার ফলাফল সয়ে
আমি ধিরে ধিরে হারিয়ে যাচ্ছি অতলান্ত ভাবনার গহীন অরণ্যে ।
ছোট হয়ে আসছে  পার্থিব ভাবনা চিন্তার চিরায়ত চৌহদ্দি
অস্তমিত হয়ে আসছে  জাগতিক চাওয়া পাওয়ার হেয়ালি সমীকরণ ।
তবুও মানবিক ভাবনার বিক্ষিপ্ত খেয়ালে হৃদয় ও মনে রঙ লাগে
অচিন্তনীয় ভাবনার প্রস্ফুটিত গোলাপের সুবাসে অন্তরে প্রেম জাগে ।
অচিরেই হারিয়ে যাই আমি অভাবনীয় চিন্তার ঐকান্তিক ভুবনে
সত্য ও সুন্দরের পথে সংগ্রামী সাধক আমি অনন্ত প্রেমময় যৌবনে ।