শানশওকত ও ধন-দৌলতের প্রাচুর্যে থাকে না সুখের পশরা,
লোকদেখানো আভিজাত্যের মেলে না পরম শান্তির ঢেউ,
ভোগবিলাসের চোখধাঁধানো দুনিয়া যেন শুধুই মরীচিকা
ক্ষমতা ও অহংকারের প্রাসাদ ঠিকই হবে একদিন ফাঁকা।
তবুও অন্ধ গলির অন্ধপথে ছুটছে মানুষ,
কিনছে দুনিয়াবি বাহারি আসবাব,
ভাবছে এটাই সফলতা শতভাগ।
ভাঙছে না ঘুম,
জাগছে না বিবেক,
খুলছে না বন্ধ মনের জানালা।
সত্য ও সুন্দরের পথে বাসা বেঁধেছে স্থূল বৈষয়িকতা,
আধ্যাত্মিকতা বিদায় নিয়েছে লোকচক্ষুর অন্তরালে।