ঐশী চিন্তায় আত্মনিমগ্ন হৃদয়ের প্রতিটি কোটরে অপূর্ণতার খেদ
আমাকে তাড়িয়ে নিয়ে বেড়ায় সারাক্ষণ ,
ভাবনার পৌনঃপুনিক শঙ্কায় আলোড়িত করে আমার তনুমন,
পার্থিব কর্ম কোলাহলের তীব্র বিষময় জ্বালা হতে
আমি সারাক্ষণ মুক্তি খুঁজি
নির্মল স্নিগ্ধ প্রকৃতির অনির্বচনীয় সৌন্দর্যের মাঝে
শান্তি খুঁজি বাঁধনহারা পৃথিবীর অন্তহীন দিগন্তে।
তবুও প্রশমিত হয় না অন্তরের জ্বালা
উন্মোচিত হয় না শান্তির সেই চির আবাস
যেখানে অগনিত মেঘমালার সাথে মিতালি পাতায় দীপ্তময় রংধনু
উড়ন্ত সারি সারি গাংচিল নিলিমার বুক চিরে সন্ধি করে অস্তগামী সূর্যের সাথে
লাল নীল কৃষ্ণচুড়ার ছোঁয়ায় জীবনে আসে মহিমান্বিত বসন্তের প্রান্তর ।
বরং পরমকে পাওয়ার এক তীব্র আকাঙ্ক্ষা
আমার মাঝে জাগিয়ে তোলে এক অচিন্তনীয় অভিলাষ
মানুষ হয়ে আমি মানুষের মাঝে মুক্তির দিশা খুঁজি
শূন্যতায় মোড়ানো জীবনে উঁকি দেয় এক বিদগ্ধ বিমুগ্ধ উপলব্ধি
মানুষের মত অবয়ব নিয়ে জন্মালেই মানুষ হওয়া যায় না
মানুষ হতে হয় চিন্তা, চেতনায় ও মননে
মানুষ হতে হয় ঐশী প্রেমের জাগরণে ।