আমি প্রাচুর্যের ভিড়ে জীবনের বোধশক্তিকে বাক্রুদ্ধ করতে চাই,
লোভ লালসার বশবর্তী হয়ে জীবনের শৃঙ্খলাবোধ হেলায় হারাতে চাই না
চাই না অতিশয় অর্থ সম্পদের মোহে অনৈতিকতার নাগপাশে হাতেখড়ি,
চাই না সময়ের ক্ষণে ক্ষণে, বিবেকের সাথে জীবনের লুকোচুরি।
আমি শুধুই চাই স্বর্গীয় প্রশান্তির নিবিড় আলিঙ্গনে আসুক বিভাবরী
যার চাদরে মুড়ে আমি পার করে দেব বিক্ষুব্ধ সময়ের ঝঞ্ঝাময় দিনগুলো।
ভুলে যাব ক্ষত-বিক্ষত হৃদয়ের কোণে লুকিয়ে থাকা জমাট ব্যথা,
মুছে ফেলব আত্মিক প্রশান্তির ঢেউয়ে অশ্রুনির্গত উষ্ণ পানি।
তবুও অবনত মস্তকে স্বীকার করে নেব না পরাজয়ের গ্লানি
শির উচ্চ করে এগিয়ে যাব বীরের বেশে
যে বীরের মর্যাদা মহান আল্লাহর কাছে সমুনড়বত রয়েছে আজীবন।
এটাই সেই সত্যের পথ
যে পথের পরতে পরতে ছড়িয়ে আছে বীরত্বের হাজারো গাথা
যে গাথার অজস্র কাহিনি আবেদের জীবনে এনেছে আমূল পরিবর্তন,
সাধকের ললাটে পরিয়েছে সৌভাগ্যের চিরন্তন বিজয় মুকুট
যে মুকুটের সন্ধানে ধৈর্যশীল ন্যায়নিষ্ঠ মানুষেরা আল্লাহমুখী হয়েছে
চিরকাল।