আবাল বৃদ্ধ বনিতার ধ্বনিতে বিজয় আসে
বিজয় আসে তারুণ্যের গন্ধ হয়ে
যৌবনের উদ্দাম ছন্দ ছুঁয়ে
কিশোরীর হাসিময় টোল পরা চিবুক বেয়ে
আনন্দের হিল্লোলে মানুষের ঢেউয়ে ঢেউয়ে
বিজয় আসে দুরন্ত পথিকের বেশে
সারাদিনের ক্লান্তিময় প্রহর কাটিয়ে দিনশেষে ।
বিজয় আসে হাজারো কষ্টের প্রহর গুনে
যন্ত্রণার উত্তাল সাগর নোঙ্গর করে
বিজয় আসে নিষ্ঠুর প্রাণহীন সমাজের বুকে
নিশংশ হায়েনাদের অত্যাচার রুখে
লাখো লাখো মানুষের জীবন বিপন্ন করে
বিজয় আসে বীরের বেশে বহু প্রত্যাশার শেষে ।
বিজয় আসে নির্বিচার হত্যা ও নারকীয় উল্লাসে
অসহায় নিস্পাপ মানুষের স্তূপকৃত লাশে
বিজয় আসে মাসুম শিশুদের নিথর দেহ চোখে ভাসে
ঘর বাড়ি পুড়িয়ে শ্মশান বানিয়ে তছনছ করে
বিজয় আসে ভয়াবহ কালরাত্রি শেষে ।
বিজয় আসে নিস্পাপ অসহায় যুবতীর কাকতি মিনতিতে
সম্ভ্রম হারানো মা বোনেদের অমূল্য ইজ্জতের বিনিময়ে
বিজয় আসে লাখো লাখো নারীর মুকুট ছিনিয়ে
ইতিহাসের কালো অন্ধকারে সব লুটিয়ে
বিজয় আসে সাত কোটি বাঙালির চোখের জল মুছে ।
বিজয় আসে এক মুজিবের বজ্র কণ্ঠে
বীর বাঙালিদের দেহ ভারাক্রান্তে
বিজয় আসে রক্তের হোলির বন্যা ঘটিয়ে
ছেলে বুড়ো জোয়ানদের অসি ও মসি টুঁটিয়ে
অদম্য সাহসী মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে
বিজয় আসে ৭১ এর প্রান্তে বিশ্ববাসীর চিন্তার অজান্তে।
সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ।