নি:ছিদ্র, নিরাকার খোলা আকাশের নিচে দাড়িয়ে
বিদ্ধেষ, ছলাকলা ও ভন্ডামির যতসব ইতিহাস মাড়িয়ে
আমি একাকি হেটে চলেছি তপ্ত পৃধিবীর পথ প্রান্তরে।
হাহাকার ও হতাশায় ঘেরাটোপে বন্দী হয়েছে জীবন
বৈরাগ্যের বিভাবরী মন ছুঁয়েছে আকাশের নীলিমায়
সপ্ত-আসমান ও জমীন মুখ লুকিয়েছে নির্লিপ্ত প্রেমের গহীনে।
তবুও ভাবনার গভীরে বাক- চাতুর্যতার বোল ফোটে
কৃষ্ণচূড়ার লাল গালিচায় কখনও ঐশী দুর্নাম রটে
সময় ও সভ্যতার সাথে মিতালি পাতায় অনুতপ্ত মন।