বিমুগ্ধ রজনীর অসংখ্য তারকার মাঝে
লীন হয়ে যায় সত্যদ্রষ্টা মানুষের আত্মাগুলো ,
কখনো বা ভরা পূর্ণিমার আলো হয়ে
সত্য ও সুন্দরের পথ দেখিয়ে
তাঁরাই দেশ ও কালকে অতিক্রম করে অবলীলায় ।
তাঁদেরই শাশ্বত পথের কিনারা বেয়ে
জীবনের অযাচিত বহু কষ্ট দুঃখ ও যন্ত্রণা সয়ে
আমিও পৌঁছে যেতে চাই পড়ন্ত জীবনের মোহনায় ।
ত্যাগ ও আদর্শের মহিমা অন্তরে ধারণ করে
বিকশিত করতে চাই আটপৌরে জীবনের চৌহদ্দি ।
সমূলে উৎপাটিত করতে চাই
হিংসা , বিদ্বেষ ও পরনিন্দার আগাছা ।
প্রজ্বলিত করতে চাই
শুভ চিন্তা , বিবেক ও বুদ্ধির মশাল ।
অতীন্দ্রিয় জ্ঞানের আলোকছটায়
উদ্ভাসিত করতে চাই বর্ণাঢ্যময় কর্মজীবন ।
আপন বৃত্তের বাইরে এসে
মিলিত হতে চাই মহামানবের সাগরতীরে ।