রাতের আকাশে উঠেছিল চাঁদ
সাথে ছিল মিটিমিটি তারা।
পেয়েছি একাকী তোমায়
করব গল্প, রাত হবে সারা।
চোখে চোখ ছিল বহুক্ষণ
দৃষ্টি ছিল বড়ই মায়াময়।
হৃদয়ে ছিল অনেক কথা
কাটত যদি অনন্ত সময়।
তোমায় দেখে মুগ্ধ আমি
হৃদয়ে উঠেছিল সুরের ঝংকার।
প্রাণে বেজেছিল বীণা এমন
শুকনো পাতায় ধ্বনি ছিল মর্মর।
তোমার পরশে ছিল
মনমাতানো রজনীগন্ধার ঘ্রাণ।
অধরে পেয়েছি তোমার
গোলাপের পাপড়ির সুঘ্রাণ।
স্বর্গীয় আবেশে সিক্ত হয়ে
বন্দি ছিলাম আমি।
লাস্যময় রূপ তোমার
ছিলে তুমি অন্তর্যামী।
হৃদয়ের টানে মাতোয়ারা দুজন
ছিলাম আবেগে আত্মহারা।
সময়ের প্রহর কেটে গেল দ্রুত
ছিল কত আফসোসের ডালা।
হৃদয়ের আকাশে শুকতারা হয়ে
তুমি জয় করেছিলে মন।
চাঁদনি রাতেই হয়েছিলাম আমি
তোমার প্রেমের পূজারি আজীবন।