অনেক হয়েছে দুনিয়ার খেলা
দেখতে দেখতে জীবনসায়াহ্নে
এসে পৌঁছেছি।
কিন্তু মনে হঠাৎ দার্শনিকোচিত উক্তি-
আমি কি মানুষ হতে পেরেছি?
আমি দেখেছি কালে কালে
দুনিয়ার কত কী লীলা!
হয়েছে সময় পার বটে
কিন্তু দিনে দিনে বেড়েছে
মনে ভীষণ জ্বালা।
সেই একই প্রশড়ব
আমার অন্তর পুড়িয়ে করেছে ছারখার।
আমি কি মানুষ হতে পেরেছি?
পেরেছি বিবেকের দ্বার
উন্মুক্ত করে সত্যের আলোকে
অন্তরে ধারণ করতে?
পেরেছি সুন্দর মনের মানুষ হয়ে
জীবনের জয়গানে মুখরিত
মানুষের মেলায় নিজেকে
শামিল করতে?
চেষ্টা কি আমি কম করেছি,
কিন্তু পারিনি পুরোপুরি সফল হতে।
প্রবীণ আমি,
ঋদ্ধ আমি,
জীবনের ভারে নুয়ে পড়া স্বপড়বচারী পথিক আমি।
আজও আমি স্বপড়ব দেখি
মানুষ হবার!
জীবনকে নতুনভাবে গড়বার,
সকল পাপ পঙ্কিলতা ধুয়ে মুছে ফেলে
জীবনকে নতুন করে সাজাবার।
চাই না আমি লোকদেখানো
কাজের মাঝে নিজেকে মশগুল রাখতে,
চাই না বিবেক বন্ধক রেখে
চোখে মিথ্যার কালো চশমা পরে
গড্ডলিকা প্রবাহে
গা ভাসিয়ে বাকি জীবন কাটাতে।
আমি চাই শুধুই মানুষ হতে
মানুষের মতো মানুষ হতে।