ইলিশের বাড়ি মধুর হাঁড়ি
নামটি তার চাঁদপুর।
চারিদিকে জল কলকোলাহল
লঞ্চ-ইস্টিমারে ভরপুর।
সারিসারি ঘাট বড় দোকানপাট।
চলছে ব্যবসা জমজমাট।
কার্গো বোঝাই মালামাল সব
ছাড়ছে বন্দর চটপট।
মেঘনার পাড় হাজারো ঘর
থাকছে মানুষ বছর পর।
পদ্মা-মেঘনায় হয় একাকার
শহরজুড়ে শুধুই ইলিশের বাহার।
নদীবন্দর রূপে আছে যার খ্যাতি
ইলিশের চত্বরে আছে মাতামাতি।
মোলহেড যথা হয় সঙ্গম ত্রিনদীর
অনুপম দর্শনে মন যে বধির।
বাণিজ্যের বড় কেন্দ্র হাজীগঞ্জ নাম
শতাব্দী ধরে বাড়িয়েছে সুনাম।
যার কদমে ধন্য শাহরাস্তিবাসী
হযরত রাস্তি শাহ (র)-এর স্মরণে আসি।
চাঁদরায়ের নামে জেলা চাঁদপুর
যশ-নাম-খ্যাতিতে বিশ্বে ভরপুর।