যেতে হবে বহুদূর দিগন্তের ওপারে
যেতে হবে গতিহীন পথ ধরে
সময়ের স্রোতে ভেসে ভেসে
যেতে হবে আমায় সাফল্যের শীর্ষচূড়ে
সাফল্য এমনিতে জীবনে আসে না
সাফল্যের মালা গাঁথা সবার কপালে জোটে না
তাদেরই জোটে
যাদের মনে অদম্য ইচ্ছা আছে
স্বপড়বকে বাস্তব করার প্রবল আকাক্সক্ষা আছে
ত্যাগতিতিক্ষার প্রহরে
কষ্ট সহ্য করার সাধনা আছে
আবেগ উচ্ছ্বাসে ভরা মেড়বর সাথে
হৃদয়ে যাদের অটুট বিশ্বাস আছে
তারাই কেবল পারে
তারাই পারে হিমালয়কে জয় করতে
তারাই পারে অজেয়কে জয় করতে
এই সভ্যতার চালিকাশক্তি হয়ে
তারাই পারে ছুটে যেতে
অসীমের পানে মুক্তির টানে
যেখানে কোনো পিছুটান নেই
লাগাম নেই বাঁধন নেই
আছে শুধুই মুক্তি
চিরন্তন মুক্তি
যে মুক্তির স্বাদ সকলেই পেতে চায়
যে মুক্তির আনন্দ মানুষকে চিরঞ্জীব করে
এ জগতের বুকে চিরঞ্জীব হওয়া সৌভাগ্যের ব্যাপার
সকলে চিরঞ্জীব হতে পারে না
তারাই চিরঞ্জীব
যারা মায়ার বন্ধন ভেঙেছে
যারা পরাজয়ে না ডরেছে
যারা মনের সবটুকু শক্তি সাহস দিয়ে
কেবল এই বিশ্বকেই জয় করেছে
আমিও চিরঞ্জীব হতে চাই
এ বিশ্বকে জয় করতে চাই
বিশ্ববাসীর মন জয় করতে চাই
যে জয়ের স্বপড়ব আমাকে মোহাচ্ছনড়ব করেছে চিরকাল।
তাং০৬/১১/১৯ ইং, ঢাকা।