সারাটা দুপুর ভেবে সারা
মনটা ছিল উদাসীন।
ব্যাকুল মনে আত্মহারা
সোফার উপর সমাসীন।
ছুটির দিনে আপন মনে
খুঁজি সুখের লেশ।
হরেক রকম কাজের ফাঁকে
জীবন কাটছে বেশ।
শীতের আমেজ হলো শুরু
আয়োজনে চারিদিক।
সংসারেতে খরচ বাড়ে
সকলে তা মেনে নিক।
ছুটিতে জমিয়ে আড্ডা
সাথে চা-বিস্কুট-মুড়ি।
পরিবারের সকলে মিললে
নেইকো তার কোনো জুড়ি।
জীবনভর যদি থাকত ছুটি
কাটত নাকো সময়।
জীবনের পালাবদলে
মোরা অর্থ খুঁজে পাই।