ব্যথাহত মনের পৌনঃপুনিক উৎকণ্ঠায়
নিরাশার কালো মেঘ কালবৈশাখীর অভিসম্পাত হয়ে
বারে বারে ফিরে আসে আমারই জীবনের আঙিনায় ।
তখনই আত্মবিশ্বাসের দোদুল্যমান অর্বাচীন দুর্গ
ব্যর্থতার দায় নিয়ে ভেঙে চুরমার হয়ে যায় ।
হতাশা ও গ্লানির তটিনীতে দলবেঁধে পাল তোলে
দুঃখ কষ্ট ও যন্ত্রণার অন্তহীন প্রহর ।
তবুও বিশ্বাস ও ভরসার সুমহান বাণী নিয়ে
আমারই হৃদয় আকাশে প্রতিদিন
উদিত হয় শক্তি , সাহস ও অনুপ্রেরণার রক্তিম সূর্য ।
আমার শিরা ধমনী ও অস্থিমজ্জায় বয়ে যায় নব যৌবনের হিল্লোল ,
আমি হারিয়ে যায় আল্লাহর অপার কৃপা ও করুণার অনন্ত রাজ্যে ।
সারাক্ষণই স্বর্গীয় প্রশান্তির এক মনোরম ঝর্ণাধারায়
স্নাত হয় আমার হৃদয়ের প্রতিটি প্রকোষ্ঠ ।
অনুভূতির হাজারো বিচিত্র রঙে শিহরিত হয় আমার মন ,
দেহ মনের পবিত্রতার মণিকাঞ্চনে জীবনে দূরীভূত হয়
অপশক্তি ও অপঘাতের কালো ভয়াল থাবা ।
আবারও কৃষ্ণচূড়ার নিচে বসে স্বপ্ন দেখি
আসমুদ্র হিমাচলের দুর্গম বাধা পেরিয়ে ,
আসমান ও জমিনের অসীম দূরত্ব ডিঙিয়ে ,
আমিই ছিনিয়ে নিয়ে আসবো সাফল্যের জয়রথ ।
আবারও আমি হাসবো
আবারও আমি গাইবো
মহানায়কের বেশে
আমি জীবনের রাশ টেনে ধরবো ।