সেদিন দেখা হয়েছিল দুজনের
বলেছিলাম তোমাকে আমি
চিরতরে যাচ্ছি ছেড়ে।
বড় অভিমানের সুরে
তুমি আমার দিকে এলে তেড়ে।
বললে, কী হয়েছে, ব্যাপারটা কী।
কেন তুমি আমায় যাবে ছেড়ে?
ছিল না কোনো উত্তর,
হঠাৎ তুমি আমার দিকে এগিয়ে
হাতটা ধরে বললে, আমি কি এতটাই খারাপ
যে তুমি আমায় যাবে ভুলে,
চলে যাবে অন্য কোনো নদীর কূলে
যেথায় বসে করবে আলাপ
অন্য কোনো নারীর সাথে হেলেদুলে।
তোমার কথায় কষ্ট ছিল
মিষ্টি প্রেমের গন্ধ ছিল
হারানোর প্রচণ্ড যন্ত্রণা ছিল
অভিমানের জোর প্রচেষ্টা ছিল।
আমিও ভেবেছি
পথ চলেছি কার সাথে
বুঝতে হবে অনেক আপন ভেবে
সঁপেছি যাকে মনপ্রাণ,
বাজিয়ে দেখতে হবে তাকে হাতেনাতে।
তোমার দুচোখে অশ্রু ছিল
কষ্টের নদীতে বান ডেকেছিল
আহ্বানের সুরে খেদ ছিল
তবুও কাছে পাওয়ার, ভালোবাসার
পূর্ণ বিশ্বাস ছিল।
আমিও বুঝেছিলাম,
পেয়েছি একটুকরো হীরে
যাকে নিয়ে চলব জীবনের আঁকেবাঁকে।
তুমি থাকবে আমার পাশে
জীবনের সকল হাঁকডাকে।