একা ছিলাম ভালো ছিলাম
হৃদয়ে ছিল না কোনো টানাপোড়েন,
কেন তুমি এসে জাগালে
হৃদয়ের গভীরে অশান্ত সমীরণ।
দিনে দিনে বাড়ে অন্তরে জ্বালা
একা পুড়ে হয় ছাই,
যদি না করি পান তোমার প্রেমসুধা
এমনি করে কি বাঁচা যায়।
কোথায় স্বর্গ কোথায় নরক
ঠাওর করে না পাই,
এতটুকু বুঝি পাশে থাকো যদি
পরম শান্তির নীড়ে পাব আমি ঠাঁই।
ভুলেই যদি যাবে তবে
হাত ধরেছিলে কেন?
অজানা ভালোলাগার শিহরনে
মন রাঙিয়েছিলে কেন?
আমি বলিনি সবটুকু
তোমারই ছিল ভুল,
তোমাকে ভুল বুঝে
আমি এখন পাই না খুঁজে কূল।
নিষেধ বারণ করেছ যত
আমি মেনে নিয়েছি হাসিমুখে,
কেন তবে আমায় ফেলে গেলে তুমি
কতদিন রব আমি নীরবে।
পাবে কি তুমি অন্তরে শান্তি
আমায় না গ্রহণ করে,
সারা পৃথিবীর সবটুকু সুখ
আমি দেব তোমায় মনে ভরে।
চাই না আমি রাজসিংহাসন
সোনা-রুপা-হীরা দামি,
এসো ফিরে তুমি
হয়ে আমার মনের সৌদামিনী।