আমি তোমার সাথে শিশিরভেজা পথে হাঁটতে চেয়েছিলাম
আমি তোমার সাথে খোলা আকাশ দেখতে চেয়েছিলাম
কিন্তু পারিনি
পারিনি আমি সেই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে
পারিনি সেই দিগন্তছোঁয়া কাশফুলের বন দেখতে যেতে
যেখানে পাহাড়ের কোলে সূর্য ও মেঘের
লুকোচুরির দৃশ্য আমার হৃদয়কে ছুঁয়ে যায় গভীরে।
আমি চেয়েছিলাম তোমার সাথে নদীর তীরে সূর্যাস্ত দেখতে
চেয়েছিলাম সূর্যাস্তের রক্তিম আভা হৃদয়ে মেখে
হৃদয়কে রাঙাব
এক দুর্নিবার আকর্ষণে শুধুই
তাকিয়ে থাকব তোমার দিকে অপলক দৃষ্টিতে
সারি সারি গাংচিলের ডাকে হঠাৎ সংবিৎ ফিরে পেয়ে
আমি হাসতেই থাকব তোমার পানে চেয়ে।
আমি চেয়েছিলাম সোনালি ধানের খেতে
আনন্দে মেতে দুআল বেয়ে তোমার সাথে হাঁটব
সোনালি ধানের সোনালি পরশ হৃদয়ে নিয়ে
তোমার সাথে মেঠো পথে গাইব
আনন্দের হিল্লোল বয়ে যাবে দেহমনে
ঠিক তখনই কোকিলের কুহুকুহু তানে
সুরের মূর্ছনায় ভেসে যাবে আকাশ-বাতাস
ভেসে যাব আমরা দুজন
প্রকৃতির কোলে নির্জনে বসে আমরাই
অনুভব করব হৃদয়ে সুখতারা পাখির ডানা ঝাপটার শব্দ।
আমি টাকাপয়সা গাড়িবাড়ি চাইনি
চাইনি ধনসম্পদ, বিত্তবৈভব
চাইনি প্রাচুর্যের অঢেল আসবাব
আমি চেয়েছি শুধুই তোমাকে
কেবল তোমাকে
চিরদিন তোমাকে।