সবুজ গাছের নিচে আমি আমার ভাগ্যকে ছিন্নভিন্ন করে দেখেছি
আমার হৃদয় আনন্দে অনুভব করে যে একদিন আমি আকাশ ছুঁবো
আমার ভিতর প্রতিভা, মেধা ও দক্ষতার অপার সম্ভবনা আছে
ঐশ্বর্য্যের আড়ালে বিমোহিত আপন ভূবন আছে
আমি আমার সেই লুকানো পৃথিবীর গুপ্তধন খুঁজে বের করবো।
যদিও আমি জানি আমি পৌঁছে যাবো আকাশের ওপারে
সর্বাঙ্গে ব্যাথাহত হৃদয় ও মন নিয়েও
আমি আমার মস্তক সমুন্নত রাখবো
ধীরে ধীরে আমি চিরন্তন আত্মায় রূপান্তরিত হবো।
আমি জানি আমি রহস্যময় দুনিয়া থেকে এসেছি
না, না আমি চিরন্তন বন্য জগত থেকে এসেছি
আবার হয়তো একদিন ফিরে যাবো সেই অনন্ত দুনিয়ায়
যখন আত্মার আকারে আমি যাত্রা শুরু করেছিলাম।
আমি এই আলোকিত জাতির কোষাধ্যক্ষ হবো
বিরামহীন সগৌরবের কান্ডারী হবো
অস্তিত্বের ক্ষণে ক্ষণে টিকে থেকে
আমি অনন্ত সার্বভৌমত্বের চরণ স্পর্শ করবো।
তখনই আমি অনন্ত শান্তি ও সমৃদ্ধির আধার হবো
সর্বশক্তিমান আল্লাহর ন্যায় বিচারের প্রতীক হবো,
অনাবিল শান্তির বার্তাবাহক হবো
ঈসরাফিলের বজ্র নিনাদ হবো
আবার কখনো বা শান্ত প্রেমের নির্মল ঝর্ণা হবো
যার প্রতিটি ধারায় স্নাত হয়ে
আমি বারে বারে ছুটে যাবো অমরত্বের সন্ধানে
ছুটে যাবো ঐশী প্রেমের টানে
চিন্তার অবগাহনে, প্রতিটি ক্ষণে।