ভাবনার অতল সাগরে তলিয়েও সদা হাস্যোজ্জ্বল মায়াবী আত্মা আমি
সত্যের অসীম সাগর মন্থনে সিদ্ধহস্ত কালজয়ী সিংহপুরূষ আমি
আমিই স্বর্গলোকের মহিমা প্রচারে অনবরত অবিরাম চঞ্চল
আমিই অপার সৃষ্টির রহস্য উন্মোচনে পেতেছি প্রেমের আঁচল
যে আঁচলের নিচে আমার মনকাবা অনুভব করে ব্যাকুলতার রহস্যময় হাতছানি
শোনে মধুসূদনের মায়াবী বাঁশির ধ্বনি
ভুলে যায় পার্থিব জগতের ফিতনা ও ফ্যাসাদের পৌনঃপুনিক ভয়াবহ জ্বালা
কেটে যায় নিদ্রা ও আহারের বাহারি জৌলুসে ভরা দর্শন
জীবন তার রূপ বদলে
আধ্যাত্মিকতার উচ্চ মাকাম ছুঁয়ে
পৌঁছে যায় পরম সত্যের অতি নিকটে
দয়াময় আল্লাহর অনাদি অনন্ত রূপের সাগরে
যেখানে নফসে মুৎমাইনায় প্রকাশিত হতে থাকে
জাহের বাতেনের অনন্ত লীলা
বিকশিত হতে থাকে ইলমে লাদ্দুনির অসীম জ্ঞান
সমাহিত হতে থাকে আমার প্রতিটি ক্ষণ ইশকে এলাহির অনন্ত  সাগরে।