আমি পার্থিব লোভ লালসার মায়াজাল কাটিয়ে ঐশ্বর্যময়
এক আত্মিক জগতের সন্ধান পেয়েছি
অপার আনন্দের বারিসম্পাতে সিক্ত এক পুণ্যময় ভূমির
অনির্বচনীয় রূপের আভাস পেয়েছি
যার পুনঃপুনঃ দর্শনে আমার অন্তরাত্মার জাগরণ ঘটে
আত্মিক প্রশান্তির সর্বোচ্চ শিখরে পৌঁছায় আমি
অনাবিল সুখ শান্তির এক স্বর্গীয় পরশ সারাক্ষণ বিরাজ করে আমার দেহ মনে
জাগতিক শঙ্কার লেশমাত্র আমাকে স্পর্শ করে না
আমি স্পষ্টতই অনুভব করি এটাই চিরন্তন সত্যের পথ
যে পথ ধরে যুগে যুগে মুসা(আ), ঈশা(আ) ও মোহাম্মদ (স) এর ন্যায়
মহামানবেরা ঈশ্বরের অপার করুণা ও ভালোবাসার গুণগান করে
উদভ্রান্ত , উৎশৃঙ্খল ও পথভোলা মানুষকে দেখিয়েছেন
সরল ও সোজা  সত্যের পথ
শুনিয়েছেন অভয় বানী
যে বানীর প্রতিটি কথা নির্মল ঝর্না হয়ে
হৃদয়ের মাঝে প্রতিনিয়ত সৃষ্টি করে প্রশান্তির অনুপম ঢেউ
যা বারে বারে আছড়ে পড়ে মনজগতের অনন্ত  বেলাভূমিতে
যার প্রতিটি শব্দে সুর তাল ও লয়ের এক অপূর্ব মেলবন্ধনে
আবদ্ধ হয় আমার আগামী জীবনের প্রতিটি ক্ষণ
আমি কর্দমাক্ত পৃথিবীতে বসে অনুভব পারলৌকিক ঘ্রাণ
অনুভব করি স্বর্গের অলৌকিক হাতছানি
অতিন্দ্রিয় চিন্তার গোলকধাঁধায় কাটে আমার প্রতিটি শ্বাস প্রশ্বাস
আমি শুধুই অনুভব করি ঈশ্বর বুঝি আমার অতি নিকটে