আর কত নিষ্পাপ মাসুমের
অকালে ঝরাতে হবে প্রাণ।
অসুর-দানবেরাই কালে কালে
বিশ্বকে বানিয়েছে শ্মশান।
অশুভ শক্তি জেগেছে আজ
হেনেছে আঘাত মানুষের বুকে।
সন্ত্রাসের থাবায় অচেতন জাতি
মানবতা মরছে ধুঁকে ধুঁকে।
মানুষের সেবা শ্রেষ্ঠ কর্ম
এ জগতে নেই তার জুড়ি।
কোরান পুরাণ বাইবেল পড়ো
প্রমাণ মিলবে ভূরি ভূরি।
ধর্মের খোলসে দুনিয়ার মানুষ
বিভেদের বেড়াজালে বন্দি।
রক্তের হোলিতে মেতেছে সন্ত্রাসীরা
আঁটছে মনে আছে যত ফন্দি।
সময় এসেছে জাগো তরুণেরা
ভেঙে দাও সন্ত্রাসের কালো দাঁত।
তোমাদের আহ্বানে জাগবে মানুষ
অশুভ শক্তি হবে চিরদিন কুপোকাত।