জননী জন্মভূমি
খোদাতালার সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ তুমি।
জঠরে ধরেছ মোরে
হাজারো কষ্ট সয়ে।
আদর, স্নেহ-মমতায় ভরিয়েছ আমায়
স্বর্গীয় ভালোবাসা যেন হৃদয় মাতায়।
নীরবে করেছ পার যত কষ্ট ক্লেদ
সন্তান লালনে বাড়িয়েছ জেদ।
বটবৃক্ষের ন্যায় দিয়েছ ছায়া
কালে কালে বাড়িয়েছ শুধুই মায়া।
বিদ্যাবুদ্ধি দিয়েছ তুমি জুগিয়েছ সাহস
দিয়েছ আপন করে প্রাণের পরশ।
মায়ের মতো কেউই পৃথিবীতে নাই
যশ-মান খ্যাতি সব তুচ্ছ তাই।
যুগে যুগে জননীরূপে তোমাকেই চাই
সঞ্জীবনী সুধার মতো পাশে সর্বদা পাই।