লাখো তরুণীর রঙিন স্বপড়ব
ভেঙে হয় খান খান।
আর কত নিষ্পাপ মাসুমের
অকালে ঝরাতে হবে প্রাণ।
চেয়ে দ্যাখো,
চারিদিকেই শুনি
নির্যাতিতদের আহাজারি।
তাদের ছোবলে সব পুড়েছে,
দুনিয়া ছেড়েছে বিজয়া লক্ষ্মী নারী।
জাতির বিবেককে খামচে ধরেছে
মানুষরূপী কিছু শকুনের দল।
তাদের নির্যাতনে নিপীড়িত নারী,
সবার অলক্ষ্যে ফেলছে চোখের জল।
কালে কালে তারাই সর্বস্ব লুটেছে,
দুনিয়া করেছে রসাতল।
তাদের লালসার স্বীকারে মুদেছে
কত কোমল পাপড়ির দল।
দানব সমাজে হেনেছে আঘাত
করেছে লুণ্ঠন বিবেক জাতির।
হারিয়ে আস্থা, মনোবল ও বুদ্ধি
নারীরা হয়েছে নিরাপত্তাহীন ও অস্থির।
কে আছ তোমরা ধর্মের খোলসে
চারিদিকে তোলো জিকির।
নারীর সর্বস্ব লুটতে আঁটো,
মনে আছে যত আছে ফন্দি-ফিকির।
কী দেবে জবাব বিধাতারে বলি
ভেবেছ কি কোনোদিন?
পাপের বোঝা বেড়েছে অনেক
এবার শুধিতে হবে ঋণ।
চারিদিকে মানুষ জেগেছে বটে
নেই পালাবার পথ।
নারীর প্রতি আঘাত রুখবে
প্রতিবাদী মানুষ নিয়েছে দৃঢ় শপথ।
ঐ দ্যাখো,
ফুঁসছে মানুষ,
চারপাশেই বিক্ষুব্ধ জনতার দল।
পাপীদের তারা করবে ধ্বংস,
আনবে নতুন রাঙা প্রভাত,
দেশকে করবে সচল।
নির্মল বাতাসে নারীরা ফেলবে
পরম স্বস্তির নিশ্বাস।
হৃদয়ে খুঁজি অপার আনন্দ
নারীরা পাবে হেথা স্বর্গীয় সুবাস।